মঙ্গলবার ভোরে ওয়েনাড়ে (2024 Wayanad landslides) ভয়াবহ ভূমিধসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৪ জনের। আহত ২১৩ জন। ৪ ঘণ্টায় পর পর ৩ বার ধস নামে ওয়েনাড়ের মেপ্পাড়ির কাছে পাহাড়ি এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুন্ডাক্কাই, ছুরালমালা, আট্টামালা, নুলপুঝা এলাকা। ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে শতাধিক মানুষ। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বহু জায়গায় মৃতদেহ দেখতে পাওয়া যাচ্ছে। কাদামাটির ভিতরে মৃতদেহ আটকে রয়েছে। সেইসব দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ। ধসের আগে মুন্ডক্কাই গ্রামে প্রায় ৪৫০-৫০০ বাড়ি ছিল। কিন্তু এখন সেই সংখ্যাটা ৩৪-৪৯।
আরও পড়ুন-শ্বেতপত্র প্রকাশে অভিষেকের দাবি, চাপে ঝাঁজ বাড়িয়ে চলেছে তৃণমূল
কেরলে দুর্যোগ কাটেনি। এখনও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওয়েনাড়ের (2024 Wayanad landslides) পাশাপাশি বিপর্যস্ত কেরলের কোঝিকোড় জেলাও। ভিলাঙ্গাড়ু, মালায়নগাড়ুর মতো পাহাড়ি অঞ্চলে ভূমিধসে বেশ কিছু বাড়ি, রাস্তা ও সেতু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই বিপর্যয়ের মধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বুধবার পর্যন্ত ওয়েনাড়, কোঝিকোড়-সহ কেরলের আট জেলায় ভারী বৃষ্টির ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।