সংবাদদাতা, স্বরূপনগর : দুই অটো বোঝাই বাংলাদেশি (Bangladesh) আটক স্বরূপনগর সীমান্তে। শিশু, মহিলা, পুরুষ-সহ ১৭ জন বাংলাদেশিকে আটক করেছে স্বরূপনগর থানার পুলিশ। বাংলাদেশে অবৈধভাবে ঢোকার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়া অটোস্টান্ড এলাকায়। জানা গিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ ভিন রাজ্য থেকে এসে তেঁতুলিয়া স্ট্যান্ডে নামে ওই বাংলাদেশিরা (Bangladesh)। ঠিক সেই সময় পুলিশের পেট্রোলিং ইউনিট তেঁতুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিল। তখনই ৬ জন শিশু, ৬ জন মহিলা, ৫ জন পুরুষ দুটি অটোতে বসেছিল। তাদের দেখে সন্দেহবশত কর্তব্যরত পুলিশ তাদের সাথে কথা বলে বুঝতে পারে তাদের কাছে বৈধ নথি নেই। সঙ্গে সঙ্গেই তাঁদের আটক করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল। তাদের কাছে উপযুক্ত কোনও নথিপত্র ছিল না। এদিনই বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতে নির্দেশ দেন।।
আরও পড়ুন- রাজধানীতে মৃত বাংলার শ্রমিক, পাশে দাঁড়ালেন ব্লক সভাপতি