মোদিরাজ্যে একঘরে দলিতরা

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামেশাই সবকা সাথ স্লোগান দিয়ে সমাজের সব অংশকে কাছে টানার কথা বলেন। মহাত্মা গান্ধী আজীবন অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু বিজেপি সরকারের আমলে অস্পৃশ্যতা দূর হওয়া তো দূর অস্ত্ বরং সমাজের বুকে তা আরও চেপে বসেছে। মোদিরাজ্যের রাজধানী গান্ধীনগরের (Gandhinagar- Dalit) ভিলোরা ব্লকের ভূতাবাদ গ্রামে অস্পৃশ্যতার কারণে সামাজিক বয়কটের শিকার ১৭টি পরিবার। নাপিত সম্প্রদায়ের ওই ১৭টি পরিবারকে একঘরে করে রেখেছে গ্রামের উচ্চবর্ণের লোকজন। হুকুম জারি করা হয়েছে, এলাকা ছেড়ে চলে যেতে হবে। তাদের জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ধোপা-নাপিত। গ্রাম কমিটি গ্রামের দোকানিকে বলেছে, ওই ১৭ পরিবারকে কোনও জিনিস বিক্রি করা যাবে না। দিনরাত চলছে হুমকি-বর্ষণ। গত ডিসেম্বরের মাঝামাঝি গ্রামের নাপিত সম্প্রদায়ভুক্ত এক তরুণ ব্রাহ্মণ পরিবারের এক তরুণীকে বাড়ি থেকে নিয়ে পালায়। তারা বিয়ে করে। সে কারণেই গ্রামের দলিত (Gandhinagar- Dalit) পরিবারগুলিকে একঘরে করে রাখা হয়েছে।

আরও পড়ুন-একাধিক রাজ্যে তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের

Latest article