উত্তরপ্রদেশে ব্যাপক বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, মৃত বেড়ে ১৭

Must read

ফের বন্যা পরিস্থিতি উত্তরপ্রদেশে (uttar pradesh floods)। একনাগাড়ে বৃষ্টির জেরে গৃহহীন বহু মানুষ। যমুনা, গঙ্গা, ঘাগড়া, কল্পি, শারদা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকা ভেসে গিয়েছে। একইসঙ্গে মারা গিয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭।

আরও পড়ুন- ফের ডেরেকের নিশানায় মোদি! পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে মুনাফা খোঁচা

সোমবার থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। এ পর্যন্ত ঘরছাড়া হাজার হাজার মানুষ। ১৫টি এলাকা থেকে কিছু কিছু মানুষকে উদ্ধার করে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে মৌসম ভবনেরআধিকারিকরা জানিয়েছেন, আজ উত্তরপ্রদেশ জুড়ে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে (uttar pradesh floods)।

Latest article