সংবাদদাতা, আলিপুরদুয়ার : ফুটবল খেলতে যাওয়ার পথে দুর্ঘটনা (Accident)। গাড়ি উলটে জখম ১৮ ফুটবলার। সোমবার আলিপুরদুয়ারের (Alipurduar) ঘটনা। ১০ জন ভর্তি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ঢালকোর পুটিঁমারী ৩১/সি জাতীয় সড়কে।
আরও পড়ুন-দিনের কবিতা
এদিন শামুকতলা থেকে ২২ জনের একটি ফুটবলের একটি দল পাটকাপাড়াতে প্রতিযোগিতা মূলক খেলায় অংশ নিতে যাচ্ছিল। ৩১/সি জাতীয় সড়কের পুটিমারীতে একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি ৩০ ফুট নীচে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে নামেন। ১০ জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আহত দের প্রত্যেকের বাড়ি শামুকতলা ও রায়ডাক চা-বাগানে।