শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে বড় দুর্ঘটনা ঝাড়খণ্ডের দেওঘর (Deoghar Accident) জেলার। মঙ্গলবার ভোররাতে জামুনিয়া গ্রামের কাছে বাস ও গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১৮ জন কানওয়ার যাত্রীর। এই ঘটনায় প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করা হয়েছে। সাংসদ নিশিকান্ত দুবেও মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটি কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন- স্কুলে দেরিতে আসায় শাস্তি, হাসপাতালের আইসিইউতে ভর্তি চারজন ছাত্রী
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে এদিন ভোর চারটে নাগাদ বাসটি বৈদ্যনাথ ধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, অ্যাম্বুলেন্স ও NDRF-র দল। জোরকদমে শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল, দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আহতদের। পরে সেখানে আরও ন’জনের মৃত্যুর খবর মিলেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা (Deoghar Accident) বলে প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।