উল্টে গেল যাত্রীবাহী বাস! মৃত ১৮

Must read

বুধবার ভোররাতে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Unnao Bus Accident), দুধের ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক শিশু-সহ অন্তত ১৮ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, একাধিকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন- ঢেলে সাজছে ভূমি সংস্কার দফতর, রদবদল ৪১৩ পদে

পুলিশ সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বিহার থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় দূরপাল্লার বাস (Unnao Bus Accident)। বুধবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেহতা মুজাওয়ার এলাকায় একটি দুধের ট্যাঙ্কারে ধাক্কা মারে বাস। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঙ্গারমাউ এবং বেহতা মুজাওয়ার থানার পুলিশ। বাসে ৫০ জন যাত্রী ছিলেন।প্রাথমিক অনুমান চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা। তদন্তে পুলিশ।

Latest article