নেপালে ভেঙে পড়ল বিমান, মৃত ১৮

Must read

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বুধবার সকাল ১১টা নাগাদ কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ক্রু মেম্বার-সহ ১৯ জন বিমানে ছিলেন বলে খবর। শেষ পাওয়া খবর, ঘটনায় বিমান চালক ছাড়া বাকি ১৮ যাত্রীর মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, সূর্য এয়ারলাইনসের ওই বিমানটি পোখরার উদ্দেশে ‘টেক অফ’-এর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। এরপর আচমকাই বিমানে আগুন লেগে কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক‌। বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। শেষ পাওয়া খবর, আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের পরিষেবা। কীভাবে বিমান দুর্ঘটনা ঘটল তা এখনও জানা না গেলেও টেক অফের সময়ই কিছু গন্ডগোল হয়েছে বলেই খবর।

আরও পড়ুন: সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া’র, উঠল ‘লজ্জার জনবিরোধী বাজেট’ স্লোগান

এদিন সকাল ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় দ্রুত সবাইকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বিমানচালক মণীশ শাক্যকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিমানচালক।

Latest article