রাজ্য সরকারের তৎপরতায় মণিপুর থেকে ফিরলেন ১৮ জন পড়ুয়া

Must read

অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরের। মেইতি ও কুকি, দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে। বাংলার পড়ুয়াদের ফেরাতে আগেই রাজ্য সরকার সচিব পর্যায়ে নির্দেশ দিয়েছে। শুরু হয়েছিল পড়ুয়াদের রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া। সোমবারই মণিপুর থেকে রাজ্য সরকারের তৎপরতায় বাংলায় ফিরলেন ১৮জন পড়ুয়া (Tripura Students from Manipur)। ট্যুইটারে তাঁদের রাজ্যে ফেরার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, মৃত একাধিক

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় সকালে বিমানে তাদের ইম্ফল থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপরে রাজ্য সরকারের উদ্যোগে তাদের নিজেদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আটকে থাকা পড়ুয়াদের (Tripura Students from Manipur) পরিজনেরা নবান্নে চালু হওয়া হেল্প লাইনে ফোন করে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তারপরেই এই পড়ুয়াদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় বলে মুখ্যমন্ত্রী জানান।

রাজ্য সরকার মনিপুর থেকে এদিন এরাজ্যের ১৮ জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে এনেছে। ১৮ জনই ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মণিপুরে স্থগিত হয়েছে নিট পরীক্ষা। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। সেনা-জওয়ান থেকে পদস্থ আধিকারিকদের বাড়ি থেকে বেড় করে খুন করা হচ্ছে। রাজনৈতিক মহল থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে। বিজেপি সরকারের ব্যর্থতা চোখে পড়ছে। সমলোচনা রাজনৈতিক মহল জুড়ে।

Latest article