বামশাসিত রাজ্যে ৫ বছর ধরে ৬৪ জনের যৌন লালসার শিকার তরুণী!

Must read

বামশাসিত রাজ্যে (Kerala) নারী নিরাপত্তার নগ্ন ছবি। কেরালায় পাঁচ বছর ধরে ৬৪ জন মিলে যৌন নির্যাতন করে দলিত তরুণীকে। তবে, এতদিন ভয়ে সে কথা কাউকে বলতে পারেননি ওই তরুণী। এলাকায় ‘মহিলা সমাক্য’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে হওয়ায় রুটিন কাউন্সেলিংয়ে এই ভয়ানক অভিজ্ঞতার কথা স্বীকার করেন নির্যাতিতা। জানান, ১৩ বছর বয়স থেকেই যৌন নির্যাতনের শিকার তিনি।

কেরালার (Kerala) পাথানামথিত্তা এলাকায় ওই তরুণীর বাড়িতে গিয়ে কথা বলেন ‘মহিলা সমাক্য’-এর প্রতিনিধিরা। তখনই ভেঙে পড়েন ওই তরুণী। জানান, পাঁচ বছর ধরে তাঁকে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এর পরে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পাথানামথিত্তা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে কথা বলা হয়।

আরও পড়ুন- মাসের পর মাস বান্ধবীর দেহ রেখে দিল ফ্রিজে! ভয়াবহ ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে

চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তরুণীর কাউন্সেলিং করে। মনোবিদের কাছে বিস্তারিত জানান নির্যাতিতা। বলেন, ১৩ বছর বয়সে প্রথম তাঁর উপর যৌন নির্যাতন করেন এক প্রতিবেশী। পর্নোগ্রাফি দেখিয়ে তাঁকে যৌন অত্যাচার করা হয়। বর্তমানে তরুণীর বয়স ১৮।

তরুণী জানান, স্কুলে বিভিন্ন খেলায় অংশ নেন তিনি। কিন্তু সেখানেও যৌন নির্যাতনের শিকার হন। এমনকী সেই ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এর পর থেকে ট্রমায় চলে যান তরুণী।

ঘটনা জানতে পেরে পদক্ষেপ করে পুলিশ। ১০ জনকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। পাথানামথিত্তা ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন এন রাজীব জানান, অভিযোগ পেয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে এতদিন ধরে স্কুলের মতো নিরাপদ জায়গায় কীভাবে এই নির্যাতন চলতে পারে! কেন সেই কথা কেউ জানতে পারল না? নারী নিরাপত্তা কোথায়- সরব বিরোধীরা।

Latest article