সংবাদদাতা, বাঁকুড়া : আর ক’দিন পরেই তালডাংরা বিধানসভার উপনির্বাচন। তার আগে বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের দলে টেনে শক্তিবৃদ্ধি করল শাসক তৃণমূল। প্রার্থী পছন্দ না হওয়াতেই এই দলবদল বলে দাবি বিজেপি ছেড়ে আসা নেতা-কর্মীদের। সিমলাপালে বিজয়া সম্মিলনী মঞ্চে বিজেপি-সহ অন্যান্য দল ছেড়ে ১৮১ জন তাঁদের দলে যোগ দেন বলে তৃণমূল জানায়। এঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী। ছিলেন বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার, সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি তথা প্রার্থী ফাল্গুনী সিংহবাবু-সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব।
আরও পড়ুন-কুলতলিতে মূক ও বধির মহিলাকে ধর্ষ.ণের অভিযোগ, ধৃত মূল অভিযুক্ত
বিজেপি ছেড়ে তৃণমূলে আসা অরুণ লোহার নিজেকে ওই দলের জেলা এসসি মোর্চার সহ সভাপতি দাবি করে বলেন, বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করার সুযোগ ছিল না। মানুষের জন্য কাজ করতে চাই বলেই তৃণমূলে আসা। দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন, এঁরা অনেক আগেই আবেদন করেছিলেন। শীর্ষনেতৃত্বের অনুমোদন পাওয়ার পরই তৃণমূলে যোগদানের সুযোগ দেওয়া হল। জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, এঁদের বিজেপি ছাড়ার কারণ দলের কার্যকলাপে বাংলার উন্নতি হচ্ছে না, বরং অবনতিই হচ্ছে। উচ্ছৃঙ্খল দল জনসমর্থ হারাচ্ছে।