সংবাদদাতা, রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে এসেছে গতি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজ সম্পন্ন করার জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য। রাজ্য সরকারের উদ্যোগে ১৮ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার ৩০৫ টাকা বরাদ্দ করা হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, ব্লক-২ এর বৈদ্যুতিক, অগ্নিনির্বাপক, সিভিল এবং পিএইচই কাজের জন্য ২০২৫ এর অর্থবছরে ১৮,৮৫,৬১,৩০৫/- (আঠারো কোটি পঁচাশি লক্ষ একষট্টি হাজার তিনশো পাঁচ টাকা) অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন-চাষের উন্নয়নে কর্মশালা
এবিষয়ে সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক করেন উপাচার্য দীপককুমার রায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে সিভিল এবং ইলেকট্রিক সহ বেশ কিছু কাজ বাকি রয়েছে। সে কারণেই নতুন ভবন চালু করা যাচ্ছে না। নতুন ভবনের থেমে থাকা কাজ শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছিলেন। অবশেষে সেই অর্থ বরাদ্দ করেছে সরকার।