বিশ্বাসের সুযোগ নিয়ে ১৯ লক্ষ টাকা প্রতারণা

একাকী বৃদ্ধা মাকে দেখাশুনার জন্য লোক রেখেছিলেন মেয়ে।

Must read

প্রতিবেদন: একাকী বৃদ্ধা মাকে দেখাশুনার জন্য লোক রেখেছিলেন মেয়ে। সেই কেয়ারটেকারই ভুল বুঝিয়ে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে একটু একটু করে টাকা সরিয়ে নিয়েছিল নিজের অ্যাকাউন্টে। এভাবে প্রায় বছর দুয়েক ধরে ১৯ লক্ষ টাকা সরিয়ে নেয় অভিযুক্ত কেয়ারটেকার। জানতে পেরে স্থানীয় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধার মেয়ে। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কেয়ারটেকার সুদীপ্ত বিশ্বাসকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।

আরও পড়ুন-পেলের নামে স্টেডিয়াম

ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, লেকটাউন কালিন্দীর বাসিন্দা পেশায় চিকিৎসক লিজা মুখোপাধ্যায় তাঁর বৃদ্ধা মা জয়শ্রী গোস্বামীর জন্য একটি বেসরকারি সংস্থা থেকে কেয়ারটেকার নিয়োগ করেছিলেন। সেই কেয়ারটেকার বৃদ্ধার থেকে চেকে সই করিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলত। কিন্তু সই ভুল হয়েছে বলে বৃদ্ধাকে দিয়ে আরও কয়েকটি ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নেয় সে। ব্ল্যাঙ্ক চেকে টাকার অঙ্ক বসিয়ে ধাপে ধাপে এভাবে প্রায় ১৯ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে ফেলে অভিযুক্ত।

Latest article