ব্যাপক ঝড়বৃষ্টি বিহারে, ৭ জেলায় বজ্রপাতে মৃত্যু হল ১৯ জনের, জখম অনেকে

Must read

প্রতিবেদন: ব্যাপক ঝড়বৃষ্টি বিহারে (Bihar)। পাল্লা দিয়ে বজ্রপাতও। গত ৪৮ ঘণ্টায় গোটা রাজ্যে অন্তত ১৯ জনের প্রাণ কাড়ল ঘনঘন বজ্রপাত। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। দু’দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। কোথাও আবার শিলাবৃষ্টিও। ঠিক তছনছ বলা না গেলেও ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত বহু গ্রাম। শুধু মৃত্যু নয়, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে। এই দুর্যোগ অবশ্য আচমকা নয়। বেশ কিছু জেলাতেই সতর্কবার্তা জারি করা হয়েছিল ঝড়বৃষ্টির। আবহাওয়া দফতর থেকে বলা হয়েছিল, ১২ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ঝড়বৃষ্টি চলবে বেশ কয়েকটি জেলায়। মঙ্গলবার থেকেই তা মালুম হয়েছে দ্বারভাঙা, মধুবনি, সমস্তিপুর, মুজফফরপুর, সীতামারি, শিওহর, পূর্ব চম্পারণ, সহর্ষ এবং বেগুসরাইতে। মঙ্গলবার এবং বুধবার, এই দু’দিনেই ৭ জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বেগুসরাই এবং দ্বারভাঙায়। বজ্রপাতে মৃতের সংখ্যা শুধু এই ২ জেলাতেই ১০। মধুবনিতে মৃত্যু হয়েছে ৩ জনের। লখিসরায় এবং গয়ায় মারা গিয়েছেন একজন করে। সহর্ষ এবং সমস্তিপুরে মৃত্যু হয়েছে মোট ৪ জনের। মৃতদের পরিবারের জন্য ঘোষণা করা হয়েছে ৪ লক্ষ টাকা করে সরকারি অর্থসাহায্য। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, সামনের কয়েকদিন ব্যাপক বজ্রপাত হতে পারে পাটনা, নালন্দা, বৈশালী, সিউয়ান, গোপালগঞ্জ-সহ বেশ কিছু জেলায়।

আরও পড়ুন- দিল্লির মাছের বাজার বন্ধ করার খেলা, তৃণমূলের প্রতিরোধে ব্যাকফুটে বিজেপি

Latest article