প্রতিবেদন: প্রতিবারই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কোনও না কোনও চমক থাকে। এবারেও তার অন্যথা নয়। এবারের চমক একেবারে অভিনব। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই ২০ বছর ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ ছবির প্রদর্শনী হবে এবার। শুধু প্রদর্শনী নয়, সেই ছবির প্রতিযোগিতাও হবে। পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। এদিন এমনটাই জানালেন বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। এবারের ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল ‘থিম কান্ট্রি’ মারাদোনা-মেসির দেশ আর্জেন্টিনা। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪ ও ২৫ জানুয়ারি হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী। ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল চলতি বছর। এবার সেই বই বিক্রির পরিমাণ আরও বাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা।
আরও পড়ুন-কাল মিছিলে আসুন, ডাক দিলেন অভিষেক
গ্রেট বিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, থাইল্যান্ডও অংশ নেবে এবারের বইমেলায়। এছাড়াও অংশ নেবে উত্তরপ্রদেশ, কর্নাটক, ওড়িশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশও। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়নও।

