প্রতিবেদন : উত্তরপ্রদেশের আলু রাখার হিমঘর ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এখনও বেসমেন্টে বেশ কয়েকজন আটকে রয়েছে বলে পুলিশের আশঙ্কা। আপাতত ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের সম্বলপুর জেলার চান্দাউসি থানা এলাকায় ইন্দিরানগর রোড এলাকায় ওই হিমঘরটি আচমকাই ধসে পড়ে। পুলিশ জানিয়েছে, হিমঘরের যে অংশটি ভেঙে পড়েছে সেটি মাত্র মাসতিনেক আগেই তৈরি হয়েছিল। শুধু তাই নয়, ওই অংশটি তৈরি হয়েছিল অবৈধভাবে। ওই অংশে যে পরিমাণ আলু থাকতে পারে তার থেকে অনেক বেশি আলু রাখা হয়েছিল। সম্ভবত সে কারণেই গোটা বাড়িটি ধসে পড়ে।
আরও পড়ুন-গরম না পড়া পর্যন্ত হংকং ফ্লু কমবে না, সতর্ক থাকার পরামর্শ
সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে তার আগে স্থানীয় মানুষই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকেই উদ্ধার হয় আটজনের মৃতদেহ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ২১ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এখনও ২০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে উদ্ধারকারীদের আশঙ্কা। হিমঘরের দুই মালিককে আটক করেছে পুলিশ।