২-২ ড্র মহামেডানের

খেলার ৯ মিনিটেই ইজাকুয়েল ভিদালের গোলে এগিয়ে গিয়েছিল পাঞ্জাব। বিরতির সময় এক গোলে পিছিয়ে থেকে মাঠ ছেড়েছিল মহামেডান।

Must read

প্রতিবেদন : পাঞ্জাব এফসির সঙ্গে ২-২ ড্র করে এবারের মতো আইএসএল (ISL) অভিযান শেষ করল মহামেডান স্পোর্টিং। ২৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার নীচেই রইল কলকাতার অন্যতম প্রধান। এদিকে, এই ম্যাচ ড্র করে ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এল পাঞ্জাব। ইস্টবেঙ্গল নেমে গেল দশম স্থানে।

আরও পড়ুন-মা ক্যান্টিনের প্রসারে বরাদ্দ আরও পঞ্চাশ কোটি টাকা

খেলার ৯ মিনিটেই ইজাকুয়েল ভিদালের গোলে এগিয়ে গিয়েছিল পাঞ্জাব। বিরতির সময় এক গোলে পিছিয়ে থেকে মাঠ ছেড়েছিল মহামেডান। ৫৩ মিনিটে লুকা মাজিকেনের গোলে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিল মহামেডান। যদিও পাঁচ মিনিটের মধ্যেই মার্ক আন্দ্রের গোলে ১-২ করে ফেলে মহামেডান। এরপর ৬৬ মিনিটে রবি হাঁসদার গোলে ২-২।

Latest article