সংবাদদাতা, কাটোয়া : কাটোয়া মহকুমা হাসপাতালে (katwa mahakuma hospital) সরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবা (Government Ambulance Service) পেতে রোগীদের হয়রানি হতে দেখে চালকদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে চিকিৎসক, নার্স ও কর্মীরা লিখিত অভিযোগ জানানোমাত্র ২ অ্যাম্বুল্যান্স চালককে শোকজ করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত ২ চালক অ্যাম্বুল্যান্স ফেলে হাসপাতাল ছেড়ে পালায়। সুপার শৌভিক আলম বলেন, ‘অভিযোগ পেয়ে এজেন্সির কর্মকর্তাদের সাফ জানিয়ে দিয়েছি রোগীদের পরিষেবার ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।’ প্রসঙ্গত, চিকিৎসাধীন এক শিশুর অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এমার্জেন্সি থেকে নিখরচার অ্যাম্বুল্যান্স পরিষেবায় (Government Ambulance Service) ফোন করা হয়। সরকারি নিয়মে শিশু ও গর্ভবতী মায়েদের এই পরিষেবা দেয় সরকারি হাসপাতাল। কিন্তু দুটি নিখরচার অ্যাম্বুল্যান্স হাসপাতালে থাকা সত্ত্বেও চালকরা এমার্জেন্সির চিকিৎসক, নার্সদের অনুরোধ গ্রাহ্য করেনি। ঘণ্টা দেড়েক পর হাসপাতালের অন্য অ্যাম্বুল্যান্সে শিশুটিকে বর্ধমানে পাঠানো হয়। এরপরই চিকিৎসক, নার্স ও কর্মীরা দুই চালকের বিরুদ্ধে সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে সরব চন্দ্রিমা