ভোটের আগে বারবার গুলির শব্দে কাপঁছে জম্মু-কাশ্মীর, খতম ৫ জঙ্গি, শহিদ ২ জওয়ান

Must read

টানা ১০ বছর পর বিধানসভা নিরর্বাচন শুরু হতে চলেছে জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir)। তার আগে আরও একবার অশান্ত উপত্যকা। শুক্র ও শনিবার গুলির শব্দে বারেবারেই কেঁপে উঠছে ভূস্বর্গ। শনিবার এনকাউন্টারে কমপক্ষে ৫ জঙ্গিকে খতম করেছে সেনা। অন্যদিকে, শুক্রবার অভিযান চলাকালীন শহিদ হন ২ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন- ‘আমি দিদি হিসেবে এসেছি, দিদি হিসেবে বলছি…’

সম্প্রতি ডোডা জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এক আধিকারিক সহ চার ভারতীয় সেনার। সেই জঙ্গিরাই কিস্তওয়ারে লুকিয়ে ছিল, এই গোয়েন্দা সূত্র ধরে শুক্রবার দুপুরে কিস্তওয়ারের ছাত্রুতে শুরু হয় তল্লাশি। সেখানেই মৃত্যু হয় সুবেদার বিপন কুমার ও সিপাই অরবিন্দ সিংয়ের। ডোডাতেই শনিবার নির্বাচনী প্রচার নরেন্দ্র মোদির। তার আগে জঙ্গি তৎপরতা নিরাপত্তার উপর কড়া প্রশ্ন তুলে দিয়েছে।

তবে শুধু কিস্তওয়ারেই নয়, শুক্রবার থেকে জঙ্গি তৎপরতা দেখা গিয়েছেন বারামুলাতেও। সন্ধের দিকে দুই থেকে তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে টাপ্পের ক্রেরি পট্টন এলাকায় তল্লাশি শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। শনিবার সকালে কাশ্মীরের আইজি ভি কে বিরদি দাবি করেন, তল্লাশি শুরু হতেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা জওয়ানরা। শনিবার সকাল পর্যন্ত তিন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Latest article