২৪ ঘণ্টার মধ্যেই কিনারা, কসবা-কাণ্ডে ধৃত ২

কসবার হোটেলে বীরভূমের যুবকের মৃত্যুর ২৪ ঘণ্টাতেই রহস্যের কিনারা। গ্রেফতার দুই পলাতক অভিযুক্ত।

Must read

প্রতিবেদন : কসবার হোটেলে বীরভূমের যুবকের মৃত্যুর ২৪ ঘণ্টাতেই রহস্যের কিনারা। গ্রেফতার দুই পলাতক অভিযুক্ত। শনিবার রাজডাঙার হোটেলে দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কা নামে এক যুবকের দেহ উদ্ধারের পরই তদন্তে নামে কসবা থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা।

আরও পড়ুন-কমিশনের অত্যধিক চাপেই আত্মঘাতী বিএলওরা : কল্যাণ

শনিবার রাতের মধ্যেই খুনে দুই মূল অভিযুক্ত ধ্রুব মিত্র ও কমল সাহাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ধ্রুব মিত্র একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করে৷ ধৃত তরুণী কমল সাহা পেশায় কনটেন্ট রাইটার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে শুক্রবারই ধ্রুব ও কমলের সঙ্গে পরিচয় হয় আদর্শ লোসাল্কার৷ সেদিনই রাতে কসবার হোটেলে যান তাঁরা৷

Latest article