অনুপ্রবেশ কাণ্ডে ধৃত ২

তবে আসল নাম মহম্মদ উজ্জ্বল৷ এদেশে কোচবিহার জেলার হলদিবাড়ির ফিরোজ সরকারের সাহায্যে জাল নথি বানিয়েছিলেন সে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : অবৈধ নথি বানাতে সাহায্য করে অনুপ্রবেশ কাণ্ডে একজন বাংলাদেশী-সহ এক ভারতীয়কে গ্রেফতার করল পুলিশ। এবিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান গত ৩০ মার্চ একজন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়।তার কাছে সমস্ত নথি থাকলেও পরে যাচাই করে দেখা যায় সমস্ত নথিই জাল। আসলে সে বাংলাদেশী নাগরিক। এই অভিযুক্ত বাংলাদেশীর নাম জিয়াউল হক।

আরও পড়ুন-ব্যাংককে ভেঙেছে ৩০ তলা ভবন

তবে আসল নাম মহম্মদ উজ্জ্বল৷ এদেশে কোচবিহার জেলার হলদিবাড়ির ফিরোজ সরকারের সাহায্যে জাল নথি বানিয়েছিলেন সে। পরে জাল নথি বানাতে সেই সাহায্যকারীকেও গ্রেফতার করা হয়। ধৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ধৃত বাংলাদেশী সীমান্তে অবৈধ কার্যকলাপে লিপ্ত বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। জাল নথি তৈরিতে আর কে কে জড়িত এবং কোথায় তৈরি করা হয়েছিল সেইসাথে ধৃত বাংলাদেশী সম্পর্কে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article