সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার দুই দুষ্কৃতী

নববর্ষে রাস্তায় মানুষ, সরছে ভয়

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষের সকাল থেকেই স্বাভাবিক পরিস্থিতি ধূলিয়ান, সামশেরগঞ্জে। পয়লা বৈশাখে খুলেছে দোকানপাট, আতঙ্ক কাটিয়ে বাজারহাটে শুরু হয়েছে মানুষের আনাগোনা। রাজ্য পুলিশের কড়া নজরদারিতে ভয়ের পরিবেশ কাটছে সুতি, জঙ্গিপুরেও। অশান্তি ছড়ানোয় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুষ্কৃতীদেরও খোঁজ চলছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে ১০৯৩টি অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্লক করা হয়েছে। মাজমাধ্যমে গুজব ছড়িয়ে হিংসায় প্ররোচনা দেওয়ার সঙ্গে যারা যারা জড়িত, তাদের একজনকেও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি রাজ্য পুলিশের। মঙ্গলবার এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সাফ জানিয়েছেন, সুতি, সামশেরগঞ্জ এবং সংলগ্ন এলাকায় গুজবের মাধ্যমে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। এই কাজে যাঁরা ইন্ধন জুগিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। কেউ ছাড় পাবে না!
এদিন দুপুরে সামশেরগঞ্জ থানায় দাঁড়িয়ে এডিজি (দক্ষিণবঙ্গ) জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ধূলিয়ান কিংবা সংলগ্ন এলাকায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। ধূলিয়ানের পরিস্থিতিও প্রায় স্বাভাবিক। এখনও পর্যন্ত সব মিলিয়ে ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমকে ব্যবহার করে কিছু মানুষ সামশেরগঞ্জ এবং সুতির ঘটনায় উসকানি দিয়েছেন। ইতিমধ্যেই আমরা এমন ১০৯৩টি অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলিকে ব্লক করেছি। এধরনের আরও কিছু অ্যাকাউন্ট চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে এবং সেগুলিকেও ব্লক করা হবে।
আবার, সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে এসটিএফ। তা নিয়ে সুপ্রতিম সরকার জানিয়েছেন, বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় দোষীদের ধরার জন্য সিআইডি, রাজ্য পুলিশ, স্থানীয় পুলিশ, আইবি এবং এসটিএফ-এর আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়। তারপর গতকাল রাতভর অভিযান চালিয়ে বীরভূমের মুরারই এবং সুতি থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে কালু নাদাব ও দিলাবর নাদাব নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন: নতুন গান বেঁধে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Latest article