তৃণমূল শ্রমিকনেতা খুনে গ্রেফতার ২ বিজেপি কর্মী, প্রতিবাদে উত্তাল মালবাজার

বিজেপি চক্রান্ত করে তাঁকে খুন করেছে যাতে তৃণমূলের শ্রমিক সংগঠনকে দুর্বল করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল চলছে।

Must read

সংবাদদাতা, মালবাজার : তৃণমূল (TMC) শ্রমিকনেতা খুনে ধৃত দুই বিজেপি সমর্থক। ঘটনায় এক বিজেপি পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে বলেও অভিযোগ। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার নিদাম চা-বাগানের শ্রমিকনেতা সুনীল লোহার গত ২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। রবিবার সকালে ওই বাগান এলাকা থেকেই তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ওই বাগান শ্রমিকেরা।

আরও পড়ুন-কোলে চেপে মাধ্যমিক দিচ্ছে যমজ ভাই

দোষীদের ধরার দাবিতে বাগান থেকে শ্রমিকরা এসে মালবাজার থানার সামনে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। তুলে নেন শ্রমিকেরা। ঘটনায় রোহিত মাহালি ও আনন্দ মাহালি নামে দু’জনকে গ্রেফতার করে মাল থানার পুলিশ। সুরজ দর্জি নামে এলাকার এক বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও এই খুনে যোগসাজশের অভিযোগ রয়েছে। সুরজ গা-ঢাকা দিয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। মালবাজার তৃণমূল ব্লক সভাপতি সুশীল প্রসাদ জানান, সুনীল খুব জনপ্রিয় নেতা ছিলেন। শুধু নিদাম চা-বাগানই নয়, আশপাশের এলাকাতেও বেশ জনপ্রিয় ছিলেন। বিজেপি চক্রান্ত করে তাঁকে খুন করেছে যাতে তৃণমূলের শ্রমিক সংগঠনকে দুর্বল করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল চলছে।

Latest article