তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে যোগ বিজেপি-র ২ বুথ সভাপতির

তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনী কর্মিসভা ও বিজয়া সম্মিলনীর সভামঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কর্মীরা।

Must read

সংবাদদাতা, কোচবিহার : তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনী কর্মিসভা ও বিজয়া সম্মিলনীর সভামঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কর্মীরা। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। গোসানিমারি ২ অঞ্চল কমিটির উদ্যোগে বড়নাটাবাড়ি কাজি নজরুল হাইস্কুল মাঠে ছিল তৃণমূলের সভা।

আরও পড়ুন-জীবনবিমা-স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের সুপারিশ মন্ত্রিগোষ্ঠীর

সাংসদ বলেন, গোসানিমারি ২ অঞ্চলের বিজেপির দুই বুথ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সিতাই এলাকায় সেতু, পাকা রাস্তা হয়েছে। অনেক উন্নয়ন যেমন হয়েছে, তেমনই এবার ভোট দিয়ে জয়ী করতে হবে দলের প্রার্থীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে প্রার্থী করবেন, তাঁকে বিপুল ভোটে জয়ী করতে হবে। ২০১৬ সালে যেমন বিধানসভায় ভোটে সিতাই কেন্দ্রে তাঁকে জিতিয়েছিলেন, তেমন করে যেন উপনির্বাচনে দলের প্রার্থী জয়ী হয় সে ব্যাপারে কর্মীদের শপথ নিতে হবে। রবীন্দ্রনাথ বলেন, জগদীশ বর্মা বসুনিয়াকে জিতিয়ে সাংসদ করেছেন। এবারে উপনির্বাচনে দলের প্রার্থীকে এভাবে ভোট দিতে হবে যাতে বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।

Latest article