STF-এর সাফল্য! কার্তুজ, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ ব্যবসায়ী

Must read

আবারও সাফল্য। বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ ২ অস্ত্র ব্যবসায়ী এসটিএফের (STF) জালে। ঘটনাটি ঘটেছে বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে সিশোনা দাস পাড়া এলাকায়। এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়াতে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় মৃত ২, আহত একাধিক

বিপুল পরিমাণে তাজা কার্তুজ-সহ বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার দুটি পিস্তল সঙ্গে ২৫২ পিস কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সিশোনা দাস পাড়ায় একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়িতে হানা দিয়েই বিপুল পরিমাণে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রাজ্য এসটিএফ। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকেই দীপ্তজিৎ সেন এবং কাজল মুখোপাধ্যায় নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় তারা তাদের বাড়িতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে। উদ্ধার হয় দুটি ৭ এম এম সেমি অটোমেটিক পিস্তল ও ২৫২ রাউন্ড কার্তুজ। ধৃত দু’জনকে গ্রেফতার করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। ধৃতদের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতে নির্দেশ দেন। তদন্তকারীরা তদন্ত করে দেখছে এই ব্যবসায়ীদের পিছনে কারা কারা আছে।

Latest article