আজ শনিবার, সকাল ৬টা নাগাদ উত্তর কলকাতায় মানিকতলা (Manicktala) মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। এদিনের এই ঘটনায় আহত ২ শিশু। আহত শিশুদের উদ্ধার করে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, হঠাৎ করেই এদিন সকালে পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পিছনের অংশ। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আরও পড়ুন-ধর্মান্ধতাজনিত হিংসা সহ্য করা হবে না, কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গ পুলিশের
এক নাগাড়ে বৃষ্টির ফলে শহর কলকাতায় চলতি বছরে জরাজীর্ণ একাধিক বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ার খবর উঠে এসেছে। কিছুদিন আগেই মুচিপাড়া থানা এলাকায় বাড়ি ভেঙে পড়ে আহত হলেন তিন শ্রমিক। তাঁরা কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি জানবাজার এলাকায় ২৪এ রানি রাসমণি রোডে একটি শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই বাড়ির ভেঙে পড়া অংশে কেউ থাকতেন না বলেই আহত হওয়ার ঘটনা ঘটেনি। আবার শিয়ালদা এলাকার ৭ নম্বর রাজকুমার বোস লেনে একটি পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণের কাজ চলছিল। লাগাতার বৃষ্টির জেরে ভাঙা বাড়ির নিচতলার একাংশ দেওয়াল ভেঙে বিপত্তি ঘটে।