রবিবার সকালেই মা ফ্লাইওভারে (Maa flyover) মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর। উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে উপর থেকে পড়ে যান দু’জন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের তরফে খবর, চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসার সময় ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। এর ফলেই নিচে ছিটকে পড়ে যান বাইকে থাকা দু’জনেই। রক্তে ভেসে যায় গোটা এলাকা।
আরও পড়ুন-দিমির গোলে দাপুটে জয়
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্র্যাফিক পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দানিস আলম (১৮) ও আনিস রানা (১৯) নামে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। সকাল সাড়ে ৬টা নগদ তাদের হাসপাতালে আনা হয়। ঘটনা ঘটেছিল বেশ কিছুটা সময় আগে। নিহত দুই যুবকই বউবাজারের বাসিন্দা। দানিস সকালে তাঁর দাদার বাইক নিয়ে বেরিয়েছিল। ঠিক কি করে এই দুর্ঘটনা ঘটল সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। গাড়ি চালানোর সময় তারা মদ্যপ ছিলেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।