SIR-এর আতঙ্কে ২ মৃত্যু

Must read

প্রতিবেদন: এসআইারকাণ্ডে (SIR) জারি মৃত্যু মিছিল। একইদিনে এল জোড়া মৃত্যুর খবর। শুনানির নোটিশ পেয়ে ‘আতঙ্কে’ মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম আলম শেখ (৬৫)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার মহেশপুরে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এসআইআরের (SIR) শুনানির পাওয়ার পরই আলম শেখ দুশ্চিন্তায় পড়ে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। আলম শেখের স্ত্রী নাসিফাজান বিবির অভিযোগ, নোটিশ পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন আলম। কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যু হয়। এদিকে, এনুমারেশন ফর্মে নামের বানান ভুল থাকায় আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করলেন উত্তরদিনাজপুরের গোয়ালপোখরের আব্দুল মুত্তালিব। পরিবারের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী গোলাম রব্বানি।

আরও পড়ুন- মা ক্যান্টিনের ধাঁচেই দিল্লিতে অটল ক্যান্টিন

Latest article