কুম্ভের পথে ট্রাকে ধাক্কা গাড়ির, একই পরিবারের মৃত ২

বাঁকুড়া-বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি চারচাকা গাড়িতে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজ পাড়ি দেন।

Must read

সংবাদদাতা, আসানসোল : মহাকুম্ভে স্নান করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুজনের। ঘটনায় পরিবারের ৪ মহিলা-সহ ৬ জন আহত হয়ে বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। বাঁকুড়া-বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি চারচাকা গাড়িতে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজ পাড়ি দেন।

আরও পড়ুন-পারিবারিক বিবাদ? ট্যাংরায় তিনজনই খুন

কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধানবাদগামী রাস্তার উপর চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারার ফলে ঘটে মর্মান্তিক পথদুর্ঘটনা। খবর পেয়ে তড়িঘড়ি চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে ওই গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। যদিও কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতেরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের নাম শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) ও শান্তনু মুখোপাধ্যায় (৬৫) বলে জানা গিয়েছে।

Latest article