আরও একবার নজরে আমেরিকায় শিক্ষা প্রতিষ্ঠান। ফের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে (Brown University) পরীক্ষা চলাকালীন বন্দুকবাজের হামলা ঘিরে চাঞ্চল্য। এলোপাথারি গুলি চলার অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয় চত্বরে। কালো পোশাক পরা এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দুই জন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরেই পলাতক বন্দুকবাজ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন-সহিষ্ণুতার মাটিতে অসহিষ্ণুতার চাষ-প্রয়াস
শনিবার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিদ্যা ভবনে হঠাৎ এক বন্দুকধারী ঢুকে গুলি চালাতে শুরু করেন। সেমেস্টারের ফাইনাল পরীক্ষা চলছিল পড়ুয়াদের। ডেপুটি চিফ অফ পুলিশ টিমোথি ও’হারা এই বিষয়ে জানান সন্দেহভাজন ব্যক্তিটি কালো পোশাক পরা একজন পুরুষ ছিলেন এবং হামলা চালানোর পর ইঞ্জিনিয়ারিং ভবন থেকে তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু তারপর তিনি নিখোঁজ। গোটা ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, আহত আটজনের অবস্থা বেশ গুরুতর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাকির অফিস থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই বিষয়ে।
আরও পড়ুন-ডেটা চোরের উৎপাত
জানা গিয়েছে, যে বিল্ডিংয়ে হামলা হয়েছে সেখানে ১০০টিরও বেশি ল্যাব, বেশ কয়েকটি ক্লাসরুম এবং অফিস রয়েছে। গুলিকাণ্ডের সময় ইঞ্জিনিয়ারিং ডিজাইন পরীক্ষা চলছিল। গুলিবর্ষণের পরেই গোটা চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। কাছের একটি ল্যাবের শিক্ষার্থীরা ডেস্কের নিচে লুকিয়ে পড়ে এবং আলো নিভিয়ে দেয়। ক্যাম্পাসে পুলিশ তল্লাশি চালানোর সময় তিন ঘণ্টারও বেশি সময় সেখানে আটকে ছিলেন অনেক পড়ুয়া।

