চলছিল কলেজের (ABES College Incident)অনুষ্ঠান। তার মধ্যেই মঞ্চে উঠে এক পড়ুয়া দিলে জয় শ্রীরাম ধ্বনি। ব্যাস অধ্যাপকরা তাঁকে সরাসরি নামিয়ে দিলেন মঞ্চ থেকে। ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিও।
গাজিয়াবাদের এবিইএস (ABES College Incident) কলেজে অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে পারফর্ম করার কথা ছিল এক পড়ুয়ার। সেই সময়ই দর্শকাসন থেকে তাঁকে ‘জয় শ্রীরাম’ বলে অভিবাদন জানানো হয়। ঠিক এরপর ওই পড়ুয়াও শুভেচ্ছা বার্তা দেন তাঁদের উদ্দেশে। তারপর গোটা হলই রামের জয়ধ্বনি দিতে শুরু করে। এরপরই অধ্যাপকরা মঞ্চে উঠে তাঁকে নামিয়ে দেন। তবে সাসপেন্ড হতে হয়েছে অধ্যাপকদের। তৈরি হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: মানবতার খাতিরে পণবন্দি মা-মেয়েকে মুক্তি দেওয়া হয়েছে, দাবি হামাসের
পড়ুয়াকে মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ যে অধ্যাপকরা দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন মমতা গৌতম। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে এমন ধ্বনি দেওয়া যায় না।” ঘটনার জেরে জল গড়ায় দূর পর্যন্ত। সাসপেন্ড করা হয়েছে অধ্যাপক মমতা গৌতমকে এবং তাঁর সঙ্গে আরেকজন অধ্যাপককেও।