২ শিল্পসংস্থাকে জমি রাজ্যের

এর ফলে প্রচুর বিনিয়োগ ও কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী শিল্পের যে অনুকূল পরিবেশ তৈরি করেছেন, তারই অঙ্গ হিসেবে এই সিদ্ধান্ত।

Must read

প্রতিবেদন : বাংলায় শিল্পের প্রসারে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঝাড়গ্রাম জেলায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের হাতে থাকা প্রায় ১৪৯.৬৪ একর জমি লিজ হোল্ড থেকে ফ্রি-হোল্ডে রূপান্তরের প্রস্তাবে সিলমোহর পড়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

ফ্রি-হোল্ড হওয়া জমি মূলত রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের অধীনে থাকা সুখনিবাস ও খাগড়াসোল মৌজায় অবস্থিত। শিল্প সংস্থাগুলিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহিত করতে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এদিন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্প-বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে একাধিকবার বলেছেন, শিল্পের প্রসার ঘটানোই এখন রাজ্যের পাখির চোখ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই শিল্পায়নের গতি বাড়াতে মুখ্যমন্ত্রী নানা পরিকল্পনা নিয়েছে। গঠন করেছেন একাধিক কমিটি এবং চালু করেছেন এক জানালা নীতি বা সিঙ্গল উইন্ডো সিস্টেম। নতুন পরিকাঠামোয় শিল্পসংস্থাগুলি এক জায়গা থেকেই সবরকম ছাড়পত্র পেতে পারেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম মেনেই জমি দেওয়া হচ্ছে। এর ফলে প্রচুর বিনিয়োগ ও কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী শিল্পের যে অনুকূল পরিবেশ তৈরি করেছেন, তারই অঙ্গ হিসেবে এই সিদ্ধান্ত।

Latest article