ব্রিজভূষণের ছেলের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত ২, নিন্দায় সরব তৃণমূল নেতৃত্ব

প্রসঙ্গত, এই ঘটনায় প্রতিবাদে সরব হয়ে ওইঠে স্থানীয়রা। অনেকক্ষণের চেষ্টায় তাদের বুঝিয়ে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

Must read

বিজেপি প্রার্থী (BJP) করণভূষণ সিংয়ের কনভয়ের (convoy) গাড়ির ধাক্কায় এবার দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। স্থানীয় বাসিন্দারা জানান ঘটনার সময় সেখানেই ছিলেন করণ। করণ উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তছাড়া করণ কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ সিংয়ের পুত্র। লোকসভা নির্বাচনে ব্রিজভূষণের পরিবর্তে করণকে টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু তাতেও সেই বিপাকেই পড়তে হল কেন্দ্রের সরকারকে।

আরও পড়ুন-সপ্তম দফায় নয় কেন্দ্রে ৯৬৭ কোম্পানি, সর্বাধিক বারুইপুরে

স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল বলেন, ‘ দু’জন শিশুকে চাপা দিয়ে মেরে ফেলেছে যৌন হেনস্থাকারী ব্রিজভূষণের ছেলের কনভয় এর একটি গাড়ি। এই ঘটনার পরে বিজেপির মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের কথা মনে পড়ছে। তিনি কৃষকদের পিষে দিয়েছিলেন এবং তাঁদের হত্যা করেছিলেন। ব্রিজভূষণের ছেলে কি গাড়িতে ছিলেন? ওঁর কেন কনভয় থাকবে? বিজেপি কি একজন ধর্ষকের পরিবর্তে খুনিকে (টিকিট দিয়েছে)?’

আরও পড়ুন-বয়স ৩ মাস, মুম্বইয়ে আরব সাগরের নীচে টানেলে ফুটো

প্রসঙ্গত, এই ঘটনায় প্রতিবাদে সরব হয়ে ওইঠে স্থানীয়রা। অনেকক্ষণের চেষ্টায় তাদের বুঝিয়ে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Latest article