সংবাদদাতা, হাওড়া : পাঁচলায় বাস দুর্ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। আমতার নওপাড়ায় নিহত বাসযাত্রী সুভাষ পালের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকার চেক তুলে স্থানীয় বিধায়ক সুকান্ত পাল।
আরও পড়ুন-বাজেয়াপ্ত চন্দনকাঠ
এরপর নিহত বাসচালক বরুণ রায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ২ লাখ টাকার চেক তুলে দেন সুকান্ত। দুই জায়গাতেই ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও উলুবেড়িয়া উত্তর বিধানসভার খড়দা পঞ্চায়েতের তেঁতুলিয়া পাড়ার বাসিন্দা নিহত আরেক বাসযাত্রী লুৎফন্নেসা বেগমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন বিধায়ক ডাঃ নির্মল মাজি। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় পাঁচলার ধলোরবাঁধ এলাকায় আমতা-রানিহাটি রোডে এক বাস দুর্ঘটনায় বাসচালক সহ তিনজন মারা যান। ১৭ জন আহত হন। দুর্ঘটনার পর নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে একথা জানিয়েছিলেন।