বছরের প্রথম দিনেই দিঘার জগন্নাথধামে, প্রায় দুই লক্ষ পর্যটক ও ভক্তের ঢল নামল

Must read

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: রাতভর ডিজে পার্টি। এরপর সকাল হতেই বছরের প্রথম দিনে আধ্যাত্মিক পরিমণ্ডলের হাওয়া গায়ে মাখতে দিঘার জগন্নাথধামে (Digha Jagannath Dham) কাতারে কাতারে ভক্তের ঢল নামল। বছরের প্রথম দিনেই দিঘার অন্যতম আকর্ষণ জগন্নাথধামে কার্যত লক্ষ ছাড়িয়ে গেল উপস্থিত ভক্তের সংখ্যা। রাত পর্যন্ত ভক্তদের জন্য এদিন মন্দিরের দ্বার খোলা রাখা হয়। সকাল থেকে রাত জনসমুদ্রের আকার নেয় জগন্নাথধাম। জগন্নাথধাম ট্রাস্ট সূত্রে খবর, এদিন বিকেল ৪টে পর্যন্ত জগন্নাথধামে ভক্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যায়। রাত পর্যন্ত সংখ্যাটা প্রায় ২ লক্ষের কাছাকাছি। মানুষের উদ্দীপনার কথা ভেবেই বছরের প্রথম দিনে রাত্ পর্যন্ত খোলা রাখা হয় প্রবেশদ্বার। বিশেষ পুজোপাঠের আয়োজনও হয়। দুপুরে ছাপান্ন ভোগে ছিল বিশেষ বিশেষ পদ। সন্ধে থেকে শুরু হয় বিশেষ কীর্তন। কীর্তনের তালে পা মেলান অনেক ভক্তই। নতুন বছরের প্রথম দিনে বাড়তি ভক্তের সমাগমের কথা ভেবে কর্তৃপক্ষের তরফে এদিন অতিরিক্ত ভোগেরও ব্যবস্থা ছিল। প্রত্যেক ভক্তের জন্য এদিন বিশেষ গজার ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। এছাড়াও দুপুরে রাজভোগের জন্য বুধবার রাত থেকেই কুপন কাটার হিড়িক পড়ে যায়। নতুন বছরের উৎসবের আমেজে কদিন আগে থেকেই গোটা জগন্নাথধাম রঙিন আলোয় সেজে ওঠে। এদিন অতিরিক্ত লেজার লাইট যুক্ত করা হয়। পাশাপাশি সামনেই অবস্থিত নেচার পার্কেও ছিল ভিড়। অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় আগেই পুলিশের তরফে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় গোটা জগন্নাথধামে (Digha Jagannath Dham)। এছাড়াও উৎসবের তাল যাতে না কাটে সেজন্য গোটা চত্বরে লাগানো হয় অতিরিক্ত সিসি ক্যামেরা এবং সঙ্গে ছিল ড্রোনে নজরদারির ব্যবস্থাও। জগন্নাথধাম ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, সকালে সাড়ে ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত এক লক্ষের বেশি ভক্তের সমাগম হয়েছে জগন্নাথধামে। রাতে প্রায় ২ লক্ষ ছুঁয়ে যায়।

আরও পড়ুন-বিধ্বংসী ব্রেভিস ও রাদারফোর্ড, জয়ী সৌরভের দল

Latest article