বঙ্গ

বছরের প্রথম দিনেই দিঘার জগন্নাথধামে, প্রায় দুই লক্ষ পর্যটক ও ভক্তের ঢল নামল

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: রাতভর ডিজে পার্টি। এরপর সকাল হতেই বছরের প্রথম দিনে আধ্যাত্মিক পরিমণ্ডলের হাওয়া গায়ে মাখতে দিঘার জগন্নাথধামে (Digha Jagannath Dham) কাতারে কাতারে ভক্তের ঢল নামল। বছরের প্রথম দিনেই দিঘার অন্যতম আকর্ষণ জগন্নাথধামে কার্যত লক্ষ ছাড়িয়ে গেল উপস্থিত ভক্তের সংখ্যা। রাত পর্যন্ত ভক্তদের জন্য এদিন মন্দিরের দ্বার খোলা রাখা হয়। সকাল থেকে রাত জনসমুদ্রের আকার নেয় জগন্নাথধাম। জগন্নাথধাম ট্রাস্ট সূত্রে খবর, এদিন বিকেল ৪টে পর্যন্ত জগন্নাথধামে ভক্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যায়। রাত পর্যন্ত সংখ্যাটা প্রায় ২ লক্ষের কাছাকাছি। মানুষের উদ্দীপনার কথা ভেবেই বছরের প্রথম দিনে রাত্ পর্যন্ত খোলা রাখা হয় প্রবেশদ্বার। বিশেষ পুজোপাঠের আয়োজনও হয়। দুপুরে ছাপান্ন ভোগে ছিল বিশেষ বিশেষ পদ। সন্ধে থেকে শুরু হয় বিশেষ কীর্তন। কীর্তনের তালে পা মেলান অনেক ভক্তই। নতুন বছরের প্রথম দিনে বাড়তি ভক্তের সমাগমের কথা ভেবে কর্তৃপক্ষের তরফে এদিন অতিরিক্ত ভোগেরও ব্যবস্থা ছিল। প্রত্যেক ভক্তের জন্য এদিন বিশেষ গজার ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। এছাড়াও দুপুরে রাজভোগের জন্য বুধবার রাত থেকেই কুপন কাটার হিড়িক পড়ে যায়। নতুন বছরের উৎসবের আমেজে কদিন আগে থেকেই গোটা জগন্নাথধাম রঙিন আলোয় সেজে ওঠে। এদিন অতিরিক্ত লেজার লাইট যুক্ত করা হয়। পাশাপাশি সামনেই অবস্থিত নেচার পার্কেও ছিল ভিড়। অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় আগেই পুলিশের তরফে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় গোটা জগন্নাথধামে (Digha Jagannath Dham)। এছাড়াও উৎসবের তাল যাতে না কাটে সেজন্য গোটা চত্বরে লাগানো হয় অতিরিক্ত সিসি ক্যামেরা এবং সঙ্গে ছিল ড্রোনে নজরদারির ব্যবস্থাও। জগন্নাথধাম ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, সকালে সাড়ে ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত এক লক্ষের বেশি ভক্তের সমাগম হয়েছে জগন্নাথধামে। রাতে প্রায় ২ লক্ষ ছুঁয়ে যায়।

আরও পড়ুন-বিধ্বংসী ব্রেভিস ও রাদারফোর্ড, জয়ী সৌরভের দল

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 minute ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

37 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago