ছত্তিশগড়ে (chhattisgarh_maoist) চলছে মাওবাদী বিরোধী অভিযান। বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যের। বাজেয়াপ্ত হয়েছে অত্যাধুনিক অস্ত্র। এখনও চলছে গুলির লড়াই।
চলতি বছর আগামী ৩১ মার্চের মধ্যে দেশে মাওবাদীদের (chhattisgarh_maoist) নিশ্চিহ্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত কয়েকমাসে ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে জোরদার মাও-বিরোধী অভিযান চলছে। তাতে সাফল্যও পেয়েছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন- গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রুশ যুবতী! জালে অভিযুক্ত
পুলিশ সূত্রে খবর, মাওবাদী দলের গোপন ঘাঁটির খবর পেয়ে শনিবার বিজাপুর জেলার উত্তর-পশ্চিমে একটি অঞ্চলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর বিশেষ দল। বিপদ বুঝে আত্মগোপন করে থাকা মাওবাদীরা গুলি চালায়। পাল্টা জবাব দেন জওয়ানরা। শুরু হয় দু’তরফে লড়াই। ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর দেহ এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৩ জানুয়ারি বস্তারে দু’টি আলাদা সংঘর্ষে ১৪ মাওবাদীকে নিকেশ করা হয়। ২০২৫ সালে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ২৮৫ জন মাওবাদী গেরিলা।

