শান্তি-প্রস্তাবের মাঝেই ফের পুলিশের গুলির লড়াই! নিকেশ ২ মাওবাদী

Must read

শান্তি-প্রস্তাবের মাঝেই ফের গুলির লড়াই ছত্তিশগড়ে। বস্তারে নিরাপত্তাবাহিনীদের সংঘর্ষে নিকেশ দুই মাওবাদী (2 Maoist)। পুলিশ সূত্রে খবর, নিহতদের মাথার দাম ছিল ১৩ লক্ষ টাকা।

বস্তারে এই অভিযানকে মাওবাদী দমনে নয়া সাফল্য বলছেন নিরাপত্তাবাহিনীরা। কোন্ডাগাঁও জেলা এবং রাজ্য পুলিশের দল, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বস্তার ফাইটার্সের সদস্যেরা এই অভিযানে জড়িত ছিলেন। প্রথমে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে মাওবাদীরা গুলি ছুড়তে শুরু করেন। শুরু হয় দু’পক্ষের লড়াই। মৃত্যু হয় ২ মাওবাদীর (2 Maoist)। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এলাকায় আরও কেউ রয়েছে কিনা সেই কারণে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- পূর্বপরিকল্পিত অশান্তি, এজেন্সির মাধ্যমে লোক ঢোকাচ্ছে বিজেপি: আক্রমণ মুখ্যমন্ত্রীর, নিশানা কংগ্রেসকেও

Latest article