২৪ ঘণ্টাতেই বাংলাদেশে খুন ২ সংখ্যালঘু যুবক

অনির্বাচিত ইউনুস জমানায় সংখ্যালঘুদের জীবন-জীবিকা-নিরাপত্তায় বিপন্নতার এই ছবি অন্ধকার বাংলাদেশের বর্তমান অবস্থাকেই প্রকট করছে।

Must read

ঢাকা: বাংলাদেশে আবার কুপিয়ে খুন করা হল এক সংখ্যালঘু ব্যবসায়ীকে। সোমবার সন্ধ্যাতেই যশোরে গুলি করে মারা হয়েছিল রাণাপ্রতাপ বৈরাগী নামে বছর চল্লিশের এক সাংবাদিককে। এদিনই বেশি রাতে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল শরৎমণি চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে। চরসিন্দুর বাজার এলাকায় একটি মুদির দোকান ছিল ওই যুবকের।

আরও পড়ুন-শেয়ার বাজারের ৭,৬০৫ কোটি টাকা সরাল বিদেশি বিনিয়োগকারীরা, নতুন বছরের শুরুতেই ধস

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার রাত ৯টার পর ঘটনাটি ঘটে। চরসিন্দুর বাজার লাগোয়া এলাকায় কয়েকজন দুষ্কৃতী ছুরি এবং ধারালো অস্ত্র নিয়ে আচমকাই ঝাঁপিয়ে পড়ে শরৎমণির উপরে। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে চম্পট দেয় আততায়ীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় শরতের। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই নিয়ে দু’জন সংখ্যালঘু ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হল ইউনুসের বাংলাদেশে। দিনকয়েক আগেই শরিয়তপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল খোকন দাস নামে এক ব্যবসায়ীর। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ময়মনসিংহের দীপু দাসকে উন্মত্ত জনতা পিটিয়ে, গাছে ঝুলিয়ে, পুড়িয়ে হত্যা করার পর থেকে বাংলাদেশে একের পর এক ঘটে চলেছে সংখ্যলঘু নিধন। এরমধ্যে ঢাকা রাজবাড়ি এলাকায় পিটিয়ে খুন করা হয়েছে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক যুবককেও। অনির্বাচিত ইউনুস জমানায় সংখ্যালঘুদের জীবন-জীবিকা-নিরাপত্তায় বিপন্নতার এই ছবি অন্ধকার বাংলাদেশের বর্তমান অবস্থাকেই প্রকট করছে।

Latest article