তৃণমূলের যুবনেতা খুনে ধৃত আরও ২

তৃণমূল কংগ্রেসের (TMC) যুব নেতা ও দলের প্রধানের ছেলে অমর রায় খুন-কাণ্ডে ধৃত আরও দুই।

Must read

সংবাদদাতা, কোচবিহার : তৃণমূল কংগ্রেসের (TMC) যুব নেতা ও দলের প্রধানের ছেলে অমর রায় খুন-কাণ্ডে ধৃত আরও দুই। আলিপুরদুয়ারের তপসিখাতা থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম বাদল দাস ও মিঠুন রায়। এই দুই অভিযুক্ত গুলি চালানোর ঘটনায় জড়িত।

আরও পড়ুন-বিধায়কের উদ্যোগে ভেঙে পড়ার কয়েক ঘণ্টায় শুরু সেতু মেরামতি

এই নিয়ে মোট পাঁচজনকে খুন-কাণ্ডে গ্রেফতার করল পুলিশ। তদন্তে নেমে প্রথমে বিনয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতার মোট ৫ অভিযুক্ত অমর রায়কে গুলি করে খুনের ঘটনায় জড়িত। শুক্রবার কোচবিহার পুলিশ জানিয়েছে, বিনয় রায়ের পরে নারায়ণ বর্মন ও কিশোর বর্মন নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দুই অভিযুক্ত কোচবিহারের পুন্ডিবাড়ি থানার মরানদীর কুঠির বাসিন্দা। এর আগে এই পুন্ডিবাড়ি থানার সিদ্ধেশ্বরী এলাকার অভিযুক্ত বিনয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ।

Latest article