গাজোলের ডাকাতিকাণ্ডে গ্রেফতার আরও ২ দুষ্কৃতী

ধৃতদের শনিবার মালদহ জেলা আদালতে তোলা হয়। সবমিলিয়ে গাজোল ডাকাতি কাণ্ডে মোট ছয় জনকে গ্রেফতার করেছে মালদহ জেলা পুলিশ।

Must read

সংবাদদাতা, মালদহ : গাজালোর ডাকাতিকাণ্ডে চার দিনের মধ্যে আরও দ’জনকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ। শুক্রবার রাতে পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় দুই অভিযুক্ত। এদিন রাতে চাঁচোল ও গাজোল থানার পুলিশ এলাকায় যৌথ অভিযান চালায়। ধৃতদের নাম ইমারুল কায়েস (২৫) ও বাদল আলি (১৯)। ধৃত দুই যুবক চাঁচোলের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন-আমনচাষের জন্য জল ছাড়া শুরু করল ডিভিসি

ধৃতদের শনিবার মালদহ জেলা আদালতে তোলা হয়। সবমিলিয়ে গাজোল ডাকাতি কাণ্ডে মোট ছয় জনকে গ্রেফতার করেছে মালদহ জেলা পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। বুধবার মালদহের গাজোল কৃষ্ণপুর সমবায় সমিতি ব্যাঙ্কে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। পালাতে গিয়ে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের পাড়াদিঘি গ্রামে পুলিশের বাধার মুখে পড়ে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পালটা গুলি চালালে জখম হয় দুই দুষ্কৃতী। মোট চারজন দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে।

Latest article