নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার সঙ্গী

Must read

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায় (new garia murder case) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন বাড়ির ভিতরে, আর তার পুরুষ সঙ্গী ছিলেন বাইরে অপেক্ষায়। কী কারণ? এমনই নানা সন্দেহ দৃঢ় হওয়ায় ওই আয়া ও পুরুষ সঙ্গীকে গ্রেফতার করল
নিউ গড়িয়ার পঞ্চসায়র থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত আয়ার নাম আশালতা সর্দার। বয়স ৩৬। তাঁর সঙ্গী বছর ৪১-এর মহম্মদ জালাল মীর। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আয়া ও তার সঙ্গী বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর ষড়যন্ত্র করেই এই খুনের পরিকল্পনা করেছিল। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। শুক্রবার গভীর রাতে ঢোলাহাটের বাড়ি থেকে প্রথমে জালালকে গ্রেফতার করা হয়। তারপর শনিবার সকালে নরেন্দ্রপুরের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় আশালতাকে।

আরও পড়ুন- দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে কোন নৈতিকতার পাঠ শেখাচ্ছেন প্রধানমন্ত্রী, তোপ তৃণমূলের

পঞ্চসায়রের এস ৩২ কুলু ভিলায় দোতলা বাড়িতে থাকতেন ৮২ বছরের প্রশান্ত দাস ও তাঁর স্ত্রী বিজয়া দাস (৭৯)। শুক্রবার বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে মেঝেতে পড়েছিলেন বৃদ্ধও। আতঙ্কগ্রস্ত বৃদ্ধকে আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে। তাঁদের কন্যা জার্মানিতে এবং পুত্র মুম্বইয়ে থাকেন। তাঁদেরও খবর দেওয়া হয়েছে। বৃদ্ধ দম্পতির দেখাশোনা করতে ওই আয়াকে নিযুক্ত করা হয়। নিউ গড়িয়ার ওই বাড়িতে ছিল সিসি ক্যামেরার নজরদারি। বৃদ্ধার দেহ উদ্ধারের পর পুলিশ দেখে বাড়ির সিসিটিভি-র তার কাটা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বৃদ্ধার দেহ সিঁড়ির কাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ওই বাড়ির পরিচারিকা শুক্রবার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে বৃদ্ধার দেহ দেখতে পান। তারপর পুলিশকে খবর দেন তিনি। পিছনের দরজাটি খোলা ছিল। খোলা ছিল আলমারিটিও। বাড়ি থেকে কী কী খোয়া গিয়েছে তার তালিকা তৈরি করছে পুলিশ।

এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মাথায় আঘাত এবং শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধার। তাঁকে গলা টিপে খুন (new garia murder case) করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ময়নাতদন্তের ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে মৃত্যু হয়েছিল।

Latest article