নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়েতে যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন ভ্যান-সহ একাধিক গাড়িকে ধাক্কা (minakhan accident)। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত ২। গুরুতর আশঙ্কাজনক ২। আহত প্রায় ১০ জন। এরমধ্যে ৪ জনকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার মধ্যস্থ বাসন্তী হাইওয়ের মালঞ্চ এলাকার নেপাল মোড়ের কাছে। এদিন সরবেড়িয়া থেকে ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস উচ্চ গতিতে কলকাতার দিকে যাচ্ছিল। নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান, সাইকেল ও মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনার স্থলেই মৃত্যু হয় একজনের। পরে আরও একজন প্রাণ হারান।
আরও পড়ুন- জগন্নাথের পুষ্পশয়নে ছাতনার ৩ হাজার পদ্ম, আজ মহাযজ্ঞের জন্য এসেছে শুশুনিয়ার ঝরনার জল
ঘটনার (minakhan accident) পর এলাকার বাসিন্দারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি এই জনবহুল এলাকায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দেওয়া হোক। এই এলাকায় বেশ কয়েকবার দুর্ঘটনা আগেও ঘটেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মিনাখাঁ থানা পুলিশ এসে ঘাতক বাসটিকে আটক করেছে চালক ও খালাসিকে গ্রেফতার করেছে।