প্রতিবেদন : আসামিদের নিয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ দুই কর্মী। বুধবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার ঘটনা। জখম দুই পুলিশকর্মীর (Police) নাম দেবেন বৈশ্য ও নীলকান্ত সরকার। তাঁরা গুরুতর অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি। কীভাবে ঘটল এই ঘটনা? এদিন রায়গঞ্জ থেকে ইসলামপুর আদালতে নিয়ে যাওয়া হয় আসামিদের। ফের রায়গঞ্জে ফেরার সময়ই ঘটে এই ঘটনা। জরুরি ভিত্তিতে রাস্তায় পুলিশের (Police) গাড়ি দাঁড় করানো হয়। তখনই গুলি করা হয় দুই পুলিশকর্মীকে লক্ষ্য করে। কিন্তু কারা এই গুলি চালাল তা নিয়ে রয়েছে রহস্য। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন-গুড়াপে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবেশী প্রৌঢ়ই দোষী! ১৭ জানুয়ারি শাস্তি ঘোষণা