চলন্ত ট্রেনে ২ আরপিএফকে খুন করে ছুড়ে ফেলা হল দেহ! ফের যাত্রীদের প্রশ্নের মুখে রেল

Must read

যোগীরাজ্যে নৃশংস ঘটনা। চলন্ত ট্রেনে ২ আরপিএফ (2 RPF) জওয়ানকে খুন করে ছুঁড়ে ফেলে দেওয়া হল। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের ভাদাউরার কাছে লাইনের ধার থেকে ২ আরপিএফ জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। এই নৃশংসভাবে হত্যার ঘটনায় ফের রেলকেই কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা। ট্রেনের মধ্যে আরপিএফ জওয়ানদের সুরক্ষাই দিতে পারছে না রেল তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে? এখন এই প্রশ্নই ঘুরছে সর্বত্র।

আরও পড়ুন- ফের বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী মহিলাকে গণধর্ষণ!

মৃতরা হলেন প্রমোদ কুমার এবং জাভেদ খান। তাঁরা মুঘলসরাই ডিভিশনে কর্মরত ছিলেন। বারমের-গুয়াহাটি এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুজনে। আরপিএফের প্রাথমিকভাবে অনুমান, ট্রেনে মদ পাচারকারীদের হাতেই খুন হয়েছেন দুই জওয়ান (2 RPF)। তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

রাতভর আতঙ্কে কাটিয়ে উত্তরপ্রদেশের বারমের থেকে ট্রেনটি বুধবার দুপুরে গুয়াহাটি পৌঁছয় তারপরেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা। রেলের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, ট্রেনে কোনরকম নিরাপত্তা নেই। সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে এখন ট্রেনে যাতায়াত করতে হয়।

Latest article