একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Women murdered)। অভিযোগ, গোয়ার দুই জায়গায় এলেনা নামের দুই ৩৭ বছরের মহিলাকে খুন করেছেন আলেক্সে লিওনভ নামে এক ৩৯ নামক ব্যক্তি। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে গোয়ার মোরজিম (Morjim) এলাকায়। ১৪ জানুয়ারি রাত ১১টা নাগাদ বচসা থেকে এলেনা ভানেইভাকে নিজের ঘরেই ছুরি দিয়ে গলা কেটে খুন করেন লিওনভ। বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন- অগ্নিগর্ভ ইরান ফেরত ভারতীয়দের মুখে ভয়াবহ অভিজ্ঞতার কথা!
এর পরদিনই ১৫ জানুয়ারি সন্ধেয় মোরজিম থেকে প্রায় আট কিলোমিটার দূরে আরামবোল (Arambol) এলাকায় যান রুশ নাগরিক (Russian Women murdered) লিওনভ। সেখানে তাঁর বান্ধবী এলেনা কাস্তানোভা এক ভাড়াবাড়িতে থাকতেন। ওই রাতেই তাঁর সঙ্গেও তীব্র বাদানুবাদ হয় অভিযুক্তর। পুলিশের দাবি, প্রথমে কাস্তানোভার হাত-পা বেঁধে তাঁকে ঘরে আটকে রাখার চেষ্টা করেন লিওনভ। কিন্তু কাস্তানোভা পালাতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন তাঁকে। সেই বাড়ির মালিক উত্তম নায়েক গোয়া পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার দুই মহিলার দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় মামলা নম্বর ০৫/২৬-এ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১২৬(২) ও ১০৩(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত বিবাদ
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…