প্রতিবেদন : ভরদুপুরে রক্তে ভাসল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন! একদল স্কুল ছাত্রের হিন্দিতে চূড়ান্ত বচসার মধ্যেই ধারালো অস্ত্রে প্রাণঘাতী হামলা। রক্তাক্ত অবস্থায় একাদশ শ্রেণির ছাত্র মনোজিৎ যাদবকে (১৭) দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই খুনের মূল অভিযুক্ত রানা সিং (১৮) নামের তরুণকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরা। কী নিয়ে বচসা? পুলিশ সূত্রে খবর, স্কুলের এক সহপাঠিনীকে ঘিরে রানা ও মনোজিতের মধ্যে গণ্ডগোল শুরু। এদিন মেট্রো স্টেশনে ঢোকার মুখেও চলছিল। হঠাৎই ব্যাগ থেকে ছুরি বের করে রানা চালিয়ে দেয়। রানা একাই উত্তরপ্রদেশে পালানোর ছক কষেছিল। কিন্তু প্রশ্ন হল ছুরি কোথা থেকে এল? মেট্রোর স্ক্যানারে ধরা পড়ল না? তাহলে মেট্রোয় সাধারণের নিরাপত্তা কোথায়?
আরও পড়ুন-দিনের কবিতা
শুক্রবার দুপুরে শ্যামবাজার স্টেশন থেকে মেট্রোয় উঠে দক্ষিণেশ্বরে নামে বাগবাজার হাইস্কুলের কয়েকজন পড়ুয়া। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ছাত্রদের মধ্যে ক্রমাগত হিন্দিতে ঝগড়া চলছিল। প্রাথমিকভাবে যাত্রীরা সেই বচসা থামালেও দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনে নেমে ফের তর্কাতর্কিতে জড়ায় তারা। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, বচসার মধ্যেই হঠাৎ ব্যাগ থেকে ছুরি বের করে মনোজিৎ যাদবের পেটে চালিয়ে দেয় ‘বন্ধু’ রানা সিং। আহতকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে, তারপর বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় নাবালক স্কুল ছাত্রের। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সাউথ) অনুপম সিং-সহ দক্ষিণেশ্বর থানার পুলিশবাহিনী। মৃতের ৩ সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদেই মূল অভিযুক্ত রানার খোঁজ পায় পুলিশ।