প্রতিবেদন: মাত্র চারঘন্টার ব্যবধানে আত্মঘাতী হলেন দুই নিট পরীক্ষার্থী। আর তারপরই ফের পড়ুয়ামৃত্যুর ঘটনায় শিরোনামে এল রাজস্থানের কোটা (Kota)। এবার একই দিনে আত্মঘাতী হয়েছেন দুই পড়ুয়া। একজনের ঝুলন্ত দেহ মিলেছে হস্টেলের ঘর থেকে। অন্যজন, ছ’তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। চলতি বছরে এই নিয়ে মোট ২৪ জন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল। পড়ুয়াদের মৃত্যুমিছিলের জেরে এবার কোটার জেলাশাসক ওমপ্রকাশ বুনকার কোচিং প্রতিষ্ঠানগুলিকে একমাসের জন্য পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে কোটার (Kota) কোচিং সেন্টারের ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন আবিষ্কার শম্ভাজি কাসলে। মহারাষ্ট্রের বাসিন্দা আবিষ্কার কোটায় তাঁর দাদু-দিদিমার সঙ্গে থাকতেন। একইদিনে বিকেলে হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয় বিহার থেকে পড়তে আসা এক পড়ুয়ার দেহ। মৃতের নাম আদর্শ রাজ। পুলিশ জানিয়েছে, আবিষ্কার এবং আদর্শ দু’জনেই ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে কোটায় ছাত্রমৃত্যুর সংখ্যা ছিল ১৫। চলতি বছরের অষ্টম মাসে সেই সংখ্যা ইতিমধ্যেই ২৪ ছুঁয়েছে।
আরও পড়ুন-৩৭০ ধারা খারিজ নিয়ে মত জানানোয় বরখাস্ত অধ্যাপক, অসন্তোষ জানাল সুপ্রিম কোর্ট