জম্মু-কাশ্মীরের কুলগামের গুদ্দার জঙ্গলে সেনা-জঙ্গির (terrorists killed) ব্যাপক সংঘর্ষ। গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি। এদিকে জঙ্গিদের গুলিতেও জখম হয়েছেন ভারতীয় সেনার ৩ জওয়ান। তারমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও তল্লাশি অভিযান চলছে। মৃত জঙ্গিদের শনাক্তকরণের কাজ চালাচ্ছে সেনা।
আরও পড়ুন-যোগীরাজ্যে বিজেপি সাংসদের বোনকেই মারধর! মারাত্মক অভিযোগ
কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, ‘জেকেপির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ শ্রীনগরের কুলগামের গুদ্দার জঙ্গলে যৌথ তল্লাশি অভিযান চালায়। সেনার সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এবং জঙ্গিদের (terrorists killed) ঘিরে ফেলে বেরিয়ে আসতে চ্যালেঞ্জ করা হয়। জবাবে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা। দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আহত হন এক জুনিয়র কমিশনড অফিসার।’