ফের জম্মু ও কশ্মীরে খতম জঙ্গিরা (Terrorist Killed)। পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল ২ পাক জঙ্গি। বুধবার কাসালিয়ান এলাকায় ভোরের আলো ফোটার আগেই জঙ্গিদের নিকেশ করল ভারতীয় সেনা। দুই জঙ্গিই লস্কর সদস্য। তবে এখনও পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করেনি ভারতীয় সেনা। তল্লাশি অভিযান চলছে। অতিরিক্ত জওয়ান মোতায়েন রয়েছে ওই এলাকায়।
কাশ্মীরে সন্ত্রাসের বীজ নতুন করে বপন শুরু করেছে পাকিস্তান। সেই লক্ষ্যপূরণে জঙ্গিদের (Terrorist Killed) ভারতে ঢোকাতে সক্রিয় লস্কর। তবে ভারতীয় সেনাও ভীষণভাবে সক্রিয়। সিডিএস চৌহান বলেই দিয়েছেন এখনও পর্যন্ত অপারেশন সিন্দুর শেষ হয়নি। চলছে। সেনাদের ২৪ ঘণ্টা সক্রিয় থাকতে হবে।
আরও পড়ুন-ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়, সুনামি জাপানে
সোমবার পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত মূলচক্রী ও তার দুই সহযোগীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। শ্রীনগর লাগোয়া জঙ্গলে লুকিয়ে ছিল তারা। নিহতদের মধ্যে রয়েছে সুলেমান ওরফে আসিফ। যে ছিল পহেলগাঁও হামলায় মূলচক্রী। ওইদিনই শুরু হয় অপারেশন মহাদেব।